ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ঢাকার শাহবাগে নির্ধারিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরিবর্তে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভেরিফায়েড পোস্টে তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম তার বার্তায় বলেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ জুলাইবিরোধী শক্তিগুলোর নাশকতার আশঙ্কা রয়েছে। তিনি সহিংসতা ও ভাঙচুরের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে আহ্বান জানান যেন কোনো গোষ্ঠী ক্ষোভকে ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করতে না পারে।
সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলামোটরের বিক্ষোভে সতর্ক নজর রাখবে বলে জানা গেছে, যেখানে অংশগ্রহণকারীরা হাদির মৃত্যুর বিচার ও শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানাবেন।