রংপুরের আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি প্রকাশ্যে টিপু মুনশির নির্বাচনী সভা সমাবেশে অংশ নেন এবং এসএল ভরসা গ্রুপের চেয়ারম্যান। জানা যায়, ১৯ জুলাই বিকেলে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালান। এতে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছরের ১৩ নভেম্বর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন হত্যাচেষ্টার মামলা করেন। লিপি খান এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি।