জাতিসংঘ মানবাধিকার অফিস ঢাকায় স্থাপন বিষয়ে তিন বছরের জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এখনো এটি খসড়া পর্যায়ে রয়েছে এবং দুই পক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি হবে। চুক্তির মেয়াদ পরবর্তী সরকার চাইলে বাড়াতে পারবে। তিনি জানান, খসড়া চুক্তির আগে বিস্তারিত শর্ত নিয়ে মন্তব্য করা সঠিক নয়। এছাড়া, অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের সঙ্গে আলোচনা চলছে এবং এতে কোনো টালবাহানা নেই বলে মন্তব্য করেন তিনি। মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান উপদেষ্টা।