Web Analytics

কক্সবাজারের উখিয়ায় ঝরে পড়া, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের দ্বীনি ও সাধারণ শিক্ষার সুযোগ দিতে আলহাজ্ব মাওলানা বখতিয়ার আহমদ নূরানী মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উখিয়া-টেকনাফ মেইন রোডসংলগ্ন কুতুপালং আমগাছতলা এলাকায় স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন উদ্বোধন করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এখানে এতিম ও নূরানী (এবতেদায়ী) স্তরের শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে দেশের স্বনামধন্য মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর পরিকল্পনা রয়েছে। আবাসন, খাবার ও নৈতিক শিক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, ঝরে পড়া শিশুদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে এই উদ্যোগ প্রশংসনীয় এবং তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা ও আবাসনের ব্যবস্থা মানবিক উদ্যোগ। অনুষ্ঠানে শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!