প্রথমবারের মতো পিএসসি একসাথে এক ঘোষণায় চলমান ৪৪তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৯তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি, লিখিত এবং চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ করেছে। আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি। আবেদন গ্রহণ চলবে ওই মাসের ৩০ তারিখ পর্যন্ত। ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বরের মধ্যেই এর চূড়ান্ত সুপারিশ প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী ৩০ জুন। ৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশ হবে ১৯ জুন, আর চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ১০ ডিসেম্বর। এছাড়া, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই এবং ফল প্রকাশ হবে ১৮ ডিসেম্বর। অন্যদিকে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর, যার ফল প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর। ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই, ফল ২১ জুলাই, আর চূড়ান্ত সুপারিশ প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর!