Web Analytics

ঘন কুয়াশার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। রোববার সন্ধ্যার পর রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলগামী লঞ্চ চলাচল বন্ধ হয়। বিশেষ নৌ-চলাচল বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘন কুয়াশার কারণে রাতে সব যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে এবং পথে থাকা নৌযানগুলোকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ অনুযায়ী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

সদরঘাটে দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো সাধারণত সন্ধ্যার পর ছেড়ে যায়, কিন্তু এত ঘন কুয়াশা পড়বে তা আগে থেকে জানা ছিল না। আবহাওয়া অধিদপ্তর থেকেও তারা আগাম কোনো তথ্য পাননি। হঠাৎ এই সিদ্ধান্তে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

বিআইডব্লিউটিএ দেশের অন্যান্য অঞ্চলেও একই নির্দেশনা জারি করেছে, ফলে দৃশ্যমানতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!