Web Analytics

সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন। এরপর শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন তারা। এর আগে, শনিবার পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফেরত আনতে উদ্যোগ নেয়া হয়। এরমধ্যে জেলা শহরে জুম্ম ছাত্র জনতা ও বাঙালিদের একটি পক্ষের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বাঁধলে পর্যটকদের দীঘিনালা সেনা জোনে রাখা হয়। বিকেলের পর সংঘর্ষ থামলে পর্যটকদের দীঘিনালা থেকে জেলা সদরের কৃষি গবেষণা এলাকায় রাখা হয়। পরে ধীরে ধীরে শহরের পরিস্থিতির উন্নতি হলে রাতে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্য রওনা দেন তারা। এ সময় পর্যটকবাহী গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেনাবাহিনী। এদিকে, সংঘর্ষের পর জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।