Web Analytics

বিএনপির সাবেক চিফ হুইফ ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, সুযোগসন্ধানীরা তারেক রহমানের জাতীয় সংস্কার পরিকল্পনা ধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, তারেক রহমানের প্রথম পরিকল্পনা হবে তরুণদের মাদকাসক্তি থেকে মুক্ত করা এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের মতো খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষি উৎপাদন বাড়ে। পাশাপাশি দুরবস্থায় থাকা হাসপাতালগুলোর উন্নয়ন ও শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের পরিকল্পনাও রয়েছে। ফারুকের মতে, এগুলোই তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনার মূল দিক।

তিনি আরও জানান, তারেক রহমান গত ১৬ বছর বিদেশে থেকে তার বাবা-মায়ের আদর্শ বাস্তবায়নের জন্য পরিকল্পনা তৈরি করেছেন এবং এখন তা বাস্তবায়নের অপেক্ষায় আছেন। সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, ইঞ্জিনিয়ার শরীফ নাগীব ও ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!