যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স বিভাগে ২০২৪ সালের আগস্টে পড়ালেখা শুরু করেন অঞ্জন রায়। গত ডিসেম্বরে গ্র্যাজুয়েশন শেষ করে জানুয়ারিতে মাস্টার্সের ক্লাস শুরু করেন। গত ১০ এপ্রিল ই-মেইলের মাধিমে জানতে পারেন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে থেকে পড়াশোনা করার বৈধতা হারিয়েছেন তিনি। যেকোনো সময় তাকে গ্রেফতার বা দেশে ফেরত পাঠানো হতে পারে। আশাহত না হয়ে রুখে দাঁড়ান অঞ্জন। বর্তমানে আদালতের রায়ে নিজের যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধতা ফিরে পেয়েছেন তিনি। এর আগে মার্কিন প্রশাসন জানিয়েছিল, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।