Web Analytics

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া কলেজগেট এলাকায় মৃত নবজাতক কন্যাকে চতুর্থ তলার জানালা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত শিশুটির মা রিভা আক্তার (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রিভা আক্তার ভোরে মৃত কন্যা সন্তান প্রসব করেন এবং পরে রান্নাঘরের জানালা দিয়ে নবজাতকটিকে নিচে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মৃত শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি সমাজে পারিবারিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

Card image

Related Memes

logo
No data found yet!