মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় আবারো তীব্র ভাঙন শুরু হয়েছে পদ্মা নদীতে, যা নদীতীর ধ্বংস করে ডজনখানেক ঘরবাড়িকে হুমকির মুখে ফেলেছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা ও মাত্র ৪৮% সম্পন্ন বাঁধ প্রকল্পটি দ্রুত শেষ করার দাবি জানাচ্ছেন। গত ২৫ বছরে এ ধরনের ভাঙনে ৫০ হাজারেরও বেশি পরিবার ভূমিহীন হয়েছে। নদী এখন অনেক ঘরের একদম কাছে চলে এসেছে, যা স্থানীয়দের আতঙ্কিত করে তুলেছে।