রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থান যখন হয় তখন এটা আইন মেনে চলে না। এটা আইন ভাঙার জন্য হয়। আইন ভেঙে আবার যে-যারা গণঅভ্যুত্থান করল তারা নিজেদেরকে নতুন করে গঠন করার জন্য নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি সৃষ্টি করবে। কিন্তু আমরা উল্টোটা করেছি। ফরহাদ মজহার বলেন, আমরা জীবন দিলাম, সাঈদ-মুগ্ধরা জীবন দিলো। জীবন দিয়ে আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। শেখ হাসিনা তো নাই তাহলে কিভাবে ক্ষমতা তুলে দিলাম? শেখ হাসিনার ভূত এখনও দেশে আছে। তিনি বলেন, এই ভূতের নাম সংবিধান। যে ফ্যাসিস্ট সংবিধান তিনি লিখে গেছেন, এই পুরো রাষ্ট্র ফ্যাসিস্ট সংবিধান অনুযায়ীই চলে।