Web Analytics

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রোগী ও ১১ জন নারী রয়েছেন। বাইম্বওয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে ২৩টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্রোহীরা স্বাস্থ্যকেন্দ্রের ভবন ও আশপাশের কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেয়। লুবেরো অঞ্চলের প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া এই হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানান। তিনি স্থানীয় বাসিন্দাদের কঙ্গো ও উগান্ডার যৌথ সামরিক অভিযানে সহযোগিতার আহ্বান জানান। পূর্ব কঙ্গোতে দীর্ঘদিন ধরে সক্রিয় এডিএফ গোষ্ঠীটি আইএসআইএসের সঙ্গে যুক্ত। গত অক্টোবরে একই অঞ্চলে তাদের হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছিল। ২০২১ সাল থেকে কঙ্গো ও উগান্ডার সেনাবাহিনী এডিএফের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।