দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম বিশৃঙ্খলা সৃষ্টি, চেইন অব কমান্ড ভঙ্গের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- আজিজুল হক রাজু ও সোহেল সিদ্দিকী। জানা গেছে, গত মঙ্গলবারের সদস্য নবায়ন কর্মসূচিতে শৃঙ্খলা পরিপন্থি বক্তব্য রাখেন আজিজুল হক রাজু। অপরদিকে, সদস্য নবায়ন কার্যক্রম শুরুর আগেই থানা বিএনপির নেতাদের অনুমতি না নিয়ে দলীয় সদস্য ফরম দিয়ে সদস্য পূরণ করতে শুরু করেন সোহেল সিদ্দিকী।