বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতি মাসে গড়ে ১,৪৪০ থেকে ২,০৯৭টি অভিযোগ থানায় রেকর্ড হয়েছে। গত দশ মাসে প্রায় ১৯ হাজার মামলা হয়েছে। অনেক ভুক্তভোগী সামাজিক লজ্জা, প্রভাবশালীদের হুমকি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার আশঙ্কায় মামলা করতে ভয় পান। পুলিশের তথ্যমতে, এসব মামলার ৮০ শতাংশ পারিবারিক সহিংসতা সম্পর্কিত, বাকিগুলো যৌতুক, ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এক ডিআইজি মন্তব্য করেছেন, পুলিশ আরও সক্রিয় হলে নারী নির্যাতন কমবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউএনএফপিএর জরিপে দেখা গেছে, ৮.৩ শতাংশ নারী ও কন্যাশিশু কোনো না কোনো ধরনের সাইবার সহিংসতার শিকার। যৌন প্রতারণা, মিথ্যা অপবাদ ও অনলাইন হয়রানির মাধ্যমে তাদের বাস্তব জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অস্থিরতা ও প্রযুক্তিনির্ভর সহিংসতার বৃদ্ধি নারী নির্যাতনের ধরন বদলে দিচ্ছে, যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ জরুরি।