বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিশ্চিত করেছেন যে তিনি চলতি বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, ওই কূটনীতিকই বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের পর সম্ভাব্য সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ছে।
রয়টার্স জানায়, অন্যান্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে জামায়াত আমিরের সঙ্গে দেখা করলেও ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেন। ডা. শফিকুর রহমান বলেন, সবাইকে খোলামেলা হতে হবে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়ন ছাড়া বিকল্প নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত না করলেও সরকারি একটি সূত্র জানায়, তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান। তিনি আরও মন্তব্য করেন, কোনো সরকারই বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে পুরোপুরি স্বস্তিতে থাকবে না।