যুক্তরাষ্ট্রের শুল্ক ও দুর্বল চাহিদার প্রভাবে ইউরোপের ইস্পাত খাতে অনিশ্চয়তা বেড়েই চলেছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, সস্তা আমদানি ও মূল্য অস্থিরতা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। আর্সেলরমিত্তাল, আউটোকুম্পু ও অ্যাপেরামসহ প্রধান উৎপাদকরা দ্বিতীয় প্রান্তিকে মিশ্র ফলাফল দেখালেও তৃতীয় প্রান্তিকে মুনাফা কমার আশঙ্কা রয়েছে। শেয়ারবাজারে এই ঘোষণার পর তাদের শেয়ারের দাম কমেছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিবর্তে অতিরিক্ত ইস্পাত ইউরোপে প্রবাহিত হলে, বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়ে মূল্যপতন ঘটাতে পারে এবং ইউরোপীয় উৎপাদকরা আরও চাপে পড়তে পারেন।