Web Analytics

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন। এরাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। আখতার হোসেন বলেন, ২৪ জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার এখন বাংলাদেশের মানুষের সব থেকে কাঙ্ক্ষিত বিষয়। যদি গণহত্যার বিচার না হয়, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ শুরু হবে। আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। রংপুর ইফতার মাহফিলে তিনি বলেন, এ সংবিধানে রাষ্ট্রের তিনটি অর্গানের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি। যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়ায় এদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারী হওয়ার সুযোগ হয়েছে। এজন্য গণপরিষদ নির্বাচনের কথা বলছি আমরা।

Card image

Related Memes

logo
No data found yet!