বৃহস্পতিবার বিকালে ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। সংগঠনটির আত্মপ্রকাশ ঘিরে বুধবারের ঘটনা পরিকল্পিত কিনা, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। নতুন এই ছাত্র সংগঠনের কমিটিতে রিফাত রশীদ নেই বলে জানানো হয়। রিফাত রশীদ নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। তিনি পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর একটি বড় অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।