পুঁজিবাজারে গত ১৬ বছরের অনিয়ম, দুর্নীতি ও কারসাজি খতিয়ে দেখতে জিয়া ইউ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ২ সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হয়। কমিটিকে ৬০ দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। বেধে দেওয়া সময় পেরিয়ে গেলেও এখনও সর্বাধিক আলোচিত অনিয়ম ও পুকুরচুরিগুলো নিয়ে তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিশেষ করে বেক্সিমকো সুকুক বন্ডের তদন্ত রিপোর্ট জমা নিয়ে তদন্ত কমিটির কালক্ষেপণ পরিলক্ষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে এই কমিটির অন্যতম এক সদস্যের প্রতিষ্ঠান সুকুক বন্ডের বিনিয়োগকারী, এমতাবস্থায় সঠিক তদন্ত হওয়া নিয়ে বেড়েছে জটিলতা।