Web Analytics

ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপ না করার সতর্কবার্তা দিয়েছেন। শুক্রবার দেশটির গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে। এর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লিখেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন চালানো হলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত।

টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ চলতে থাকায় বৃহস্পতিবার ইরানের একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত সাতজন নিহত হন। রাজধানী তেহরান ও ইসফাহান ছাড়াও লোরেস্তান, মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফারসসহ এক ডজনের বেশি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা শাসনব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি বক্তব্যে ইরানজুড়ে উত্তেজনা আরও বেড়েছে, যা সহিংসতা বাড়লে আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করছে।

Card image

Related Memes

logo
No data found yet!