অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় জয়শঙ্করের অংশগ্রহণ ছিল সৌজন্যসূচক এবং এটিকে অতিরিক্ত অর্থে ব্যাখ্যা করা ঠিক হবে না।
তৌহিদ হোসেন জানান, জয়শঙ্করের সঙ্গে তার কোনো একান্ত বৈঠক হয়নি এবং দ্বিপাক্ষিক কোনো ইস্যু নিয়েও আলোচনা হয়নি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যার মধ্যে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ডুঙ্গেলসহ অনেকে ছিলেন। জয়শঙ্করের অন্যান্য অতিথিদের সঙ্গে করমর্দনকে তিনি কূটনৈতিক সৌজন্য হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তার জানাজায় আঞ্চলিক নেতাদের অংশগ্রহণ স্বাভাবিক। দুই দেশের টানাপোড়েন কমবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এর উত্তর ভবিষ্যতেই জানা যাবে।