৬৮ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে চিরবিদায় নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। শুক্রবার বাদ আসর চট্টগ্রামের রাউজান উপজেলার স্কুল মাঠে শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির শয়ানে শায়িত করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নোমান ভাই ছিলেন পরিপূর্ণ একজন রাজনীতিবিদ। উনি ছাত্রনেতা ছিলেন, ছিলেন কৃষকনেতা। বিনয় ও প্রাঞ্জল ছিলেন। এই সময় উনাকে গণমানুষের নেতা হিসেবে মন্তব্য করেন আমির খসরু।