নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সহসভাপতির পদ থেকে কাজী ফজলে এলাহী (২৪) পদত্যাগ করায় সভাপতি জহিরুল ইসলাম সাইমুন (২৯), সাধারণ সম্পাদক অরুপ মজুমদারসহ (২৭) কুপিয়ে আহত করেছে। দুই দফা হামলার ফলে ফজলে এলাহী চিকিৎসাধীন। ফজলে এলাহী সন্ধ্যায় বাদি হয়ে ছাত্রদলের বিতর্কিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম সাইমুন (২৯), সাধারণ সম্পাদক অরুপ মজুমদার(২৭), মো. আকিব(১৯) ও মো. শান্ত (১৯) সহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। নতুন কমিটির বিরুদ্ধে ছাত্রলীগ ও কিশোরগ্যাঙদের যুক্ত করার প্রতিবাদে এলাহীসহ ৬ জন পদত্যাগ করেছিলেন।