ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শুক্রবার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানীতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ থেকে বনানী চত্বরকে ‘শহীদ হাদি চত্বর’ হিসেবে নামকরণের ঘোষণা দেওয়া হয়।
এনসিপির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা শাখার সদস্য সচিব সুলতান মাহমুদ নামকরণের ঘোষণা দেন। বিক্ষোভ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
হাদির হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ অব্যাহত রয়েছে। গাজীপুর ও তারাগঞ্জেও অনুরূপ বিক্ষোভ হয়েছে। এনসিপি নেতারা সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বিস্তৃত হবে।