২০২৬ সালের ১৩ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউএসটি) এর ছাত্র সংসদ নির্বাচন বা শাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব না করা।
বৈঠকে ডাকসু নেতারা বলেন, জুলাই বিপ্লবের পর শুরু হওয়া গণতান্ত্রিক ধারাকে টিকিয়ে রাখতে নিয়মিত নির্বাচন অপরিহার্য। তারা সতর্ক করেন যে জাতীয় নির্বাচনের তিন সপ্তাহ আগে ছাত্র সংসদ নির্বাচন বন্ধের যেকোনো প্রচেষ্টা ছাত্র সমাজ মেনে নেবে না। প্রধান নির্বাচন কমিশনার বৈঠকে আশ্বাস দেন যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তিনি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।
এছাড়া এসইউএসটির উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন। অংশগ্রহণকারীরা প্রত্যেক প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষকে গণতান্ত্রিক চর্চা বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।