কক্সবাজার শহরে এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষায় মাথায় কুরআন শরীফ রেখে আশ্বাস দিয়ে দুই লাখ টাকা নিয়েছেন বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। নুরউদ্দিন খাঁন শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঐ আওয়ামী লীগ নেত্রীর নাম রোজিনা আক্তার। রোজিনা আক্তারের অভিযোগ, প্রথমে ভেবেছিলাম তিনি আমাকে বিপদ থেকে বাঁচাবেন। অতিরিক্ত অর্থের জন্য রাজি না হলে হত্যার পর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতা নুরউদ্দিনের বিরুদ্ধে মানবপাচার, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ বহু বছর ধরে প্রচলিত রয়েছে। এদিকে বিএনপি নেতাকর্মীদের মতে, কুরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার ঘটনা শুধু কক্সবাজার নয়, দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিব্রতকর আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নুরউদ্দিন খাঁন বলেন, আমি এলাকার সমাজপতি, বিচার-শালিশ সব আমি করি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটার প্রতিবাদও দিয়েছি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।