Web Analytics

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং আগামী ২৬ ফেব্রুয়ারির দিকে কোনো বাধা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও আইনজীবী সমিতির এক সভায় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা নেই। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ভালোবাসা ও ঐক্যের দেশ গড়ার আহ্বান জানান তিনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ছয়টি কমিশনের উদ্যোগে রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে রূপান্তরের পথে। তিনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব ও প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে সীমিত করার পক্ষে মত দেন। খালেদা জিয়ার প্রতিহিংসা পরিহারের বার্তা উল্লেখ করে ফখরুল বলেন, এটি নেলসন ম্যান্ডেলার মতো মহান নেতার দৃষ্টান্ত। তিনি নতুন প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।