ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে তাকে হাজির করা হলে ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ দশ দিনের রিমান্ড আবেদন করেন। কবিরকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলাটি দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। অভিযোগে বলা হয়, ১২ ডিসেম্বর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে হাদিকে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিক্যাল থেকে এভারকেয়ার হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
মামলায় ইতিমধ্যে ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তকারীরা ধারণা করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।