সিলেট সুনামগঞ্জের ৪ সীমান্ত দিয়ে ৭০ জন ‘বাংলাদেশি’কে পুশইন করেছে বিএসএফ। পুশইনের পরই সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। বৃহস্পতিবার ভোরে জৈন্তাপুরের শ্রীপুর, মিনাটিলা, কোম্পানিগঞ্জের কালাইরাগ ও ছাতকের নোয়াকোট বিওপির সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আটকদের মধ্যে সিলেট জেলার সীমান্ত এলাকা মোট ৫৩ জন রয়েছেন। এদিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি কর্তৃক ২টি পরিবারের মোট ১৭ জনকে আটক করে বিজিবি। মিনাটিলা বিওপিতে ৪টি পরিবারের মোট ২৩ জনকে ও নোয়াকোট বিওপিতে ৪টি পরিবারের মোট ১৭ জনকে আটক করেছে বিজিবি।