Web Analytics

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচন-পরবর্তী সরকারকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিপ্লব ও গণঅভ্যুত্থানের সফলতা ও ব্যর্থতা : ৭ নভেম্বর থেকে ৫ আগস্ট’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, বিপ্লব এখনো চলমান এবং এর লক্ষ্য পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সময়মতো আয়োজনের ওপর গুরুত্বারোপ করে সতর্ক করেন, ভোট বিলম্বিত হলে অস্থিরতা সৃষ্টি হবে, যা দিল্লি কাজে লাগাতে পারে। মাহমুদুর রহমান প্রশাসনিক জটিলতা ও আওয়ামী দোসরদের তৎপরতার কারণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, সরকার বিপ্লবী চেতনা ধারণ করতে না পারায় শুদ্ধি অভিযান চালাতে ব্যর্থ হয়েছে। জুলাই বিপ্লবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্য বজায় থাকলে বাংলাদেশ সঠিক পথে থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।