Web Analytics

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে স্বাক্ষরিত “নাজুক যুদ্ধবিরতি” টিকে থাকবে কিনা, তা সম্পূর্ণ নির্ভর করছে তালেবান সরকার সীমান্তপথে সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ও হামলা রোধ করতে পারে কি না তার ওপর। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি হয় সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর। আসিফ সতর্ক করে বলেছেন, আফগান মাটি থেকে যেকোনো হামলা চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তিনি অভিযোগ করেন, আফগান তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যোগসাজশে কাজ করছে, যদিও তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে কাবুল দাবি করেছে, ইসলামাবাদ মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে এবং আইএসআইএল–সম্পর্কিত যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। উভয় দেশই একে অপরের সেনাবাহিনী, বেসামরিক জনগণ ও অবকাঠামোর বিরুদ্ধে হামলা না চালানোর অঙ্গীকার করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।