প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, শিশু ধর্ষণ হচ্ছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এজন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? না পারলে ক্ষমতা ছেড়ে দিন। তিনি বলেন, সরকারের বয়স ৮ মাস চলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। কোনো গণ-আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি। কি কারণে হয়েছিল, সেটা আর না বলি। তবে, সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। দুদু বলেন, শেখ হাসিনার বিচার ছয় মাসের মধ্যেই হতে পারতো। তরুণরা বলছে, বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? এক বছরের বিচারকার্য তিন মাসে করা সম্ভব।