Web Analytics

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। বুধবার সকালে উলপুর সংযোগ সড়কে ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে একটি দল পুলিশের গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। একই দিনে বৌলতলী ইউনিয়নে ইউএনও এম রকিবুল হাসানের গাড়ি বহরেও হামলা ও ভাঙচুর করা হয়। ইউএনও জানান, সমাবেশ বানচাল করতেই এ হামলা হয়। ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের পক্ষ থেকেও ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!