বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ভোটার হচ্ছেন। ইসি ও বিএনপির সূত্রে জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তিনি সেখানে যাবেন। শুক্রবার তার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, যেখানে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তার ভোটার হতে কোনো আইনি বাধা নেই এবং ইসি চাইলে যেকোনো সময় কাউকে ভোটার করতে পারে।
ইসি ও বিএনপির সূত্র বলছে, তারেক রহমান রাজধানীর গুলশানের ‘ফিরোজা’ বাসার ঠিকানায় ভোটার হতে পারেন, যদিও জন্মস্থান বগুড়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। ছবি তোলার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় ভোটার হওয়ার নজির আগেও রয়েছে, যেমন শেখ রেহানা ও ড. বদিউল আলম মজুমদারের ক্ষেত্রে।
দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। গত ১১ ডিসেম্বর ঘোষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি। প্রার্থী হতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক।