ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ আন্দোলনকে ‘চরমপন্থি গোষ্ঠী’র কার্যক্রম বলে মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জুলাই ঐক্য ভারত সরকারকে ৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে আল্টিমেটাম দেয়। সংগঠনের নেতারা বলেন, ভারতের এই মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত।
জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, ভারতের এই অবস্থান কূটনৈতিক সীমালঙ্ঘন এবং মানবাধিকারের পরিপন্থী। তিনি ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৯ অনুযায়ী ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করার দাবি জানান। সংগঠনটি ১৯ ডিসেম্বর চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে প্রতিবাদ মিছিল এবং ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।
জুলাই ঐক্য হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ সরকার দিল্লির কাছে জবাব না চাইলে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদযাত্রা করবে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উত্তেজনার মুখে পড়েছে।