Web Analytics

সৌদি আরবের রিয়াদে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) আয়োজিত স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি) ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। “Driving Inclusive Industrialization in LDCs: Investment, Innovation and Partnerships” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে টেকসই শিল্পোন্নয়ন, বিনিয়োগ ও রূপান্তরমুখী নীতি প্রণয়ন নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়। আদিলুর রহমান খান “Shaping LDCs Industrialization Agenda” শীর্ষক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের অগ্রগতি তুলে ধরেন এবং অন্তর্বর্তী সরকারের তিনটি অগ্রাধিকার— শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য—এর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি এসএমই খাতের ভূমিকা ও অংশীদারিত্বের গুরুত্বও উল্লেখ করেন। এছাড়া তিনি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্রের খসড়া নিয়ে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক অধিবেশনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই ফলাফল দলিলটি ২০২৫ সালের নভেম্বরে ইউনিডোর ২১তম সাধারণ সম্মেলনে গৃহীত হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।