রাশিয়া জানিয়েছে, তাদের ‘দক্ষিণ’ বাহিনীর অভিযানে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ওলেক্সান্দ্রো-কালিনোভে গ্রামটি দখলে নিয়েছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাতভর অভিযান চালিয়ে ৩৩৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেন এ দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং চলমান যুদ্ধের কারণে স্বাধীনভাবে তথ্য যাচাই করা কঠিন। এর আগে দোনেৎস্কের পাশের মার্ন নামের গ্রামটি দখলেরও দাবি করে রাশিয়া, যেখানে রুশ বাহিনী শত্রুপক্ষের প্রতিরক্ষার গভীরে প্রবেশ করেছিল।