বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বিদেশে নেওয়ার মতো নয়। শনিবার গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসক ছাড়াও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসায় যুক্ত আছেন। শুক্রবার রাতে মেডিকেল বোর্ডের বৈঠকে চিকিৎসকরা মত দেন যে বিদেশে নেওয়া প্রয়োজন হতে পারে, তবে বর্তমানে তার শারীরিক অবস্থা তা অনুমতি দিচ্ছে না। প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি, যেমন ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, ইতিমধ্যে বিবেচনায় রয়েছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের জটিলতায় ভুগছেন। তার দ্রুত আরোগ্য কামনায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।