আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট প্রকাশিত এক প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপে শেখ হাসিনাকে ‘ওপেন অর্ডার’ দেওয়ার কথা বলতে শোনা যায়। আলজাজিরার তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানে ১,৫০০ জন নিহত ও ২৫ হাজার আহত হন এবং নিরাপত্তা বাহিনী প্রায় ৩০ লাখ রাউন্ড গুলি ছোড়ে। প্রামাণ্যচিত্রে হেলিকপ্টার থেকে গুলির ঘটনা, শহীদ আবু সাঈদের মৃত্যুর পোস্টমর্টেম পাঁচবার বদলানো, এবং ইন্টারনেট বন্ধ করে সহিংসতা আড়াল করার চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগ এই রেকর্ডিং ও অভিযোগগুলো ভুয়া দাবি করে বিবৃতি দিয়েছে এবং শেখ হাসিনার নির্দেশে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে।