মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার বাড়ির শয়নকক্ষের ওয়ারড্রব থেকে আমেরিকার তৈরি দুই রাউন্ড গুলিসহ একটি অবৈধ ৭.৬৫ মি.মি. পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং, ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই অভিযান মেহেরপুর অঞ্চলে অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।