Web Analytics

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মূইদ আশিক চিশতী এবং বিএনপির মনোনয়নপ্রত্যাশী জালাল উদ্দীন আহমেদ জিপু।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মূইদ আশিক চিশতীর ক্ষেত্রে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া যায়। অন্যদিকে বিএনপির প্রার্থী জালাল উদ্দীন আহমেদ জিপুর মনোনয়নপত্রে দলীয় অনুমোদনপত্র না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এদিকে যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপির মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র মো. মহসিন মিয়া মধু, জামায়াতের আব্দুর রব, এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের নুরে আলম হামিদী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আবুল হাসান এবং জাতীয় পার্টির (জিএম কাদের) মনোনীত হোসেন।

Card image

Related Memes

logo
No data found yet!