তুচ্ছ ঘটনা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ভরদুপুরে কথা কাটাকাটিতে জড়ান রাজধানীর ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়া কলেজের শিক্ষার্থীরা। সেটা গড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেদিন ঘটনার সমাপ্তি ঘটলেও আজ ৯ ফেব্রুয়ারি পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। বিকেল ৪টার দিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী এসে সিটি কলেজের নাম ফলক থেকে সিটি তুলে নিয়ে চলে গেছে। এতে আবারো সংঘর্ষ বাঁধে। অভিযোগ, আইডিয়াল কলেজের শিক্ষার্থীকে স্লেজিং এবং মারধর করেছে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী।