যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন। এর ফলে বর্তমানে ৯টি দেশের ১৬টি স্টেশনের পাশাপাশি নতুন এই পাঁচ দেশে নিবন্ধন কার্যক্রম চালানো যাবে। এছাড়া আগামী ১৫ জুলাই থেকে জাপানেও এই কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ভবিষ্যতে ৪০টি দেশে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। বর্তমানে ৪৭,৩৮০টি আবেদন পড়েছে, যার মধ্যে ৩,৬৯২টি আবেদন বাতিল হয়েছে।