ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা ইকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও শেখপাড়া বাজার সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যার বিচার দাবি করেন এবং অভিযোগ করেন যে ৩৫ দিন পার হলেও বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি নেই। তারা বলেন, একটি কালো শক্তি বিচার বাধাগ্রস্ত করছে এবং শহীদ হাদির স্মৃতি তারা মুছে যেতে দেবেন না। শিক্ষার্থীরা হাদিকে আধিপত্যবাদবিরোধী চেতনার প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, এই চেতনার কারণেই তাকে হত্যা করা হয়েছে।
তারা ইন্টেরিম সরকারকে আহ্বান জানান, শুটার ফয়সালসহ হত্যার আদেশদাতা ও পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে।