টিআই’র আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে তবে জুলাই অভ্যুত্থানের পর এটি কমেছে। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাও তদন্তাধীন। ভ্যালেরিয়াঁ বলেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টিআইবি ও টিআই কাজ করছে। আরও বলেন, মব ভায়েলেন্সের বিষয়গুলো নিয়ে টিআই উদ্বিগ্ন। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা সৃষ্টি করবে মব ভায়োলেন্স। দুর্নীতি গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। গণমাধ্যম ও সুশীল সমাজের ওপর হামলা, হুমকি ও হয়রানি বাড়লে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয় না। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে কিছু সংস্কার হওয়ায় অর্থ পাচারে প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে। কিছুটা নিয়ন্ত্রনে এলেও অর্থ পাচার পুরোপুরি বন্ধ হয়নি।