যুদ্ধবিরতি বহাল রাখার ঘোষণা দিয়েও গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল, এতে দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় এই হামলা হয়। এর আগে রাফাহ এলাকায় এক ইসরাইলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে পরিচালিত হামলায় শতাধিক মানুষ, যাদের অধিকাংশ নারী ও শিশু, প্রাণ হারান। ইসরাইলের দাবি, সর্বশেষ হামলাটি এমন এক স্থানে চালানো হয়েছে যেখানে অস্ত্র মজুত ছিল এবং তা তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। নতুন এই হামলায় গাজার নাজুক যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, সর্বশেষ হামলার পরও যুদ্ধবিরতি ঝুঁকির মুখে নেই। মধ্যস্থতাকারী দেশ কাতার হতাশা প্রকাশ করলেও আশাবাদী রয়েছে অগ্রগতির বিষয়ে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় বেসামরিক মানুষের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন এবং শিশুহত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।