অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৫৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত আরও ২৪৪। এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা ৬৩ হাজার ছাড়াল। কেবল ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ জন। গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি আরও জোরদার হয়েছে স্থল অভিযান। গাজার প্রত্যেকটি অংশেই চলছে নির্বিচার হামলা। বোমাবর্ষণের কারণে আহতদের হাসপাতালে নেওয়াও হয়ে উঠেছে প্রায় অসম্ভব। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় আহতরাও মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। এছাড়া শুক্রবার অনাহার ও অপুষ্টিতে ৫ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে উপত্যকায় অনাহার-অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ শিশুসহ ৩২২ জনে।