কুমিল্লার দেবিদ্বারে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ বিএনপি নেতা আব্দুস সামাদের মরদেহ দাফন করা হয়েছে। তার জানাজায় অংশ নেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি শহীদ সামাদের মরদেহ কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যান। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের উন্নয়নের জন্য গুলির সামনে তারা বুক পেতে দিয়েছিলেন, তাদের সন্তানের একটা ভালো ভবিষ্যতের জন্য। এটাকে গড়ার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে। শহীদ সামাদ পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ সাত মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শহীদ হয়েছেন।