কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে আমরণ অনশনে বসেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি'র শিক্ষার্থীরা। বুধবার দুপুর পৌনে ১২টা থেকে এ অনশন শুরু হয়। অনশনরত শিক্ষার্থীরা হলেন- তৌহিদ মোহাম্মদ সিয়াম, আরিফুজ্জামান উজ্জ্বল, জিয়াউদ্দিন আয়ান, নাজমুল হাসান লিমন, জান্নাতুল ফেরদৌস আনজুম, মেহরাব হোসেন তূর্য, নাহিদ হাসান ইমন, সাজ্জাদ হোসেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন, অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে কিন্তু এখনো ইন্টেরিমের ঘুম ভাঙছে না। লাশের উপর দিয়ে ক্ষমতায় আসা ইন্টেরিম শিক্ষার্থীদের সঙ্গে গাদ্দারি করছে। অবিলম্বে দাবি মানার হুঁশিয়ারি দেন।